Header Ads

Header ADS

চতুর্থ শ্রেণির পরীক্ষার প্রস্তুতি ।। বাংলা ।। বই পড়তে অনেক মজা


 
বই পড়তে অনেক মজা
চতুর্থ শ্রেণি
বিষয়: বাংলা
প্রশ্ন: বইয়ের জগৎ কোন জগতের মতো?
উত্তর: বইয়ের জগৎ জানার জগৎ ও আনন্দের জগতের মতো।
প্রশ্ন: বই কত রকমের হয়?
উত্তর: বই অনেক রকমের হয়।
প্রশ্ন: কী পড়তে, বসলে আর উঠতে মন চায় না?
উত্তর: ঠাকুরমার ঝুলি আর গ্রিম ভাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না।
প্রশ্ন: ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ছাপাখানা প্রথম জার্মানিতে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন: বই সম্পর্কে বিজ্ঞানীরা কী বলেছেন?
উত্তর: বই সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন, বই পড়লে শরীর ও মন ভালো থাকে।
প্রশ্ন: পৃথিবীর কোন কোন জগতের কথা 'বই পড়তে অনেক মজা' রচনায় বলা হয়েছে?
উত্তর: 'বই পড়তে অনেক মজা' রচনায় পৃথিবীর যেসব জগতের কথা বলা হয়েছে সেগুলো হলো- পশুপাখির জগৎ, গাছপালার জগৎ, পোকামাকড়ের জগৎ, মাছেদের জগৎ এবং বইয়ের জগৎ।
প্রশ্ন: বইয়ের জগতের দুইটি বিষয় উল্লেখ কর।
উত্তর: বইয়ের জগতের তিনটি বিষয় হলো-
১. পশুপাখি নিয়ে বই ও পোকামাকড় নিয়ে বই।
২. গাছপালা নিয়ে বই।
প্রশ্ন: দুই রকমের বইয়ের নাম লেখ।
উত্তর: দুই রকমের বইয়ের নাম নিচে দেওয়া হলো-
১. ছোটোদের বই ও গল্পের বই।
২. বড়োদের বই।
প্রশ্ন: কোন বইগুলো সারা দুনিয়ার শিশুদের প্রিয়?
উত্তর: রবিনসন ক্রুসো, আশি দিনে বিশ্বভ্রমণ, টম সয়ারের অভিযান- এই বইগুলো সারা দুনিয়ার শিশুদের প্রিয়।
প্রশ্ন: বাংলাদেশে কোন কোন লেখকের বই ছোটোদের খুব প্রিয়?
উত্তর: বাংলাদেশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায় ও হুমায়ূন আহমেদের বই ছোটোদের খুব প্রিয়।
প্রশ্ন: বই উপহার দেওয়া কেমন? কখন বই উপহার দেওয়া হয়?
উত্তর: বই উপহার দেওয়া খুব ভালো। জন্মদিনে বা নানা ধরনের উৎসব ও প্রতিযোগিতায় বই উপহার দেওয়া হয়।
প্রশ্ন: বিজ্ঞানীরা বই পড়ার কোন উপকারিতার কথা বলেছেন?
উত্তর: বিজ্ঞানীরা বই পড়ার শারীরিক ও মানসিক উপকারিতার কথা বলেছেন। বিজ্ঞানীরা বলেন, বই পড়লে শরীর ও মন ভালো থাকে। যারা বই পড়ে, তারা ভালো লিখতে পারে, ভালো বলতে পারে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.