Header Ads

Header ADS

বাংলা নমুনা প্রশ্ন: সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫

 সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫

শ্রেণির: ৫ম

বিষয়: বাংলা

পূর্ণমান: ১০০

সময়: ২ ঘন্টা ৩০ মিনিট

০১। কবি ও কবিতার নামসহ 'সংকল্প' কবিতার প্রথম ৮ লাইন লেখ:                                           ১+১+৮=১০

০২। শব্দের অর্থ লেখ:                                                                                                  ১×৫=৫ 

প্রতিজ্ঞা, তিরিক্ষি, বৈচিত্র্য, টুকটুক, কুর্নিশ 

০৩। শব্দ দিয়ে বাক্য গঠন কর:                                                                                      ১×৫=৫    

অনর্গল, জোচ্চোর, উচ্ছ্বাস, জনজীবন, কল্পকাহিনি 

০৪। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর:                                                                         ১×৫=৫    

ক. বাংলাদেশের প্রকৃতি ও ____ ভারি বৈচিত্র্যময়। 

খ. গ্রামের শিল্পীরা রং তৈরি করেন শিম, _____ পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। 

গ. পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা _____ হত্যা করে নিদ্রিত মানুষকে। 

ঘ. মাটির কাছে ______ পেলাম আমি শিক্ষা। 

ঙ. ধীরে ধীরে তিনি _____ জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। 

০৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ:                                                                                  ১×৫=৫ 

(১) শহিদ সার্জেন্ট জহুরুল হককে কোথায় আটকে রেখে হত্যা করা হয়? 

(ক) জেলে                   (খ) গোপন কক্ষে 

(গ) ক্যান্টনমেন্টে           (ঘ) ঘরে 

(২) জ্যোতিরিন্দ্র মৈত্র কীসের শিক্ষক ছিলেন? 

(ক) সংগীতের              (খ) কবিতার 

(গ) ফুটবলের               (ঘ) নৃত্যের 

(৩) 'শিক্ষাগুরুর মর্যাদা' কবিতায় বাদশাহ শিক্ষকের কাছে তাঁর পুত্র কী শেখেনি বলে জানতে চান? 

(ক) সৌজন্য                (খ) শিক্ষা 

(গ) অস্ত্র চালনা             (ঘ) বেয়াদবি 

(৪) 'বিজু' কোন জাতিসত্তার উৎসব? 

(ক) মুরং                    (খ) মারমা 

(গ) চাকমা                  (ঘ) রাখাইন 

(৫) 'স্বদেশ' কবিতায় উল্লিখিত কোনটি ছবির মতো? 

(ক) ছেলেটির মুখ          (খ) নদীর প্রবাহ 

(গ) দেশ                     (ঘ) কবির ভাবনা 



০৬। নিচের শব্দের একটি করে সমার্থক শব্দ লেখ:                                                        ১×৫=৫ 

পাহাড়, আকাশ, পাখি, বন্ধু, মা

০৭। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ:                                                                            ২×৪=৮    

ক. চাঁদ কীভাবে আমাদের হাসতে শেখায়? 

খ. রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন? 

গ. মেসের চাকর লবেজান হয় কেন? 

ঘ. মুসলমানদের দুইটি প্রধান উৎসবের নাম লেখো। 

০৮। রচনামূলক প্রশ্নের উত্তর লেখ:                                                                        ৫×৩=১৫    

ক. বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো দেশের মাটি- এখানে কোন বীরের কথা বলা হয়েছে? 

খ. দেশকে কার সাথে তুলনা করা হয়েছে? দেশের উন্নয়নের জন্য তোমার যা করণীয় চারটি বাক্যে তা লেখো। 

গ. ২০২৪ সালের অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন কেন? 

০৯। 'ঘাসফুল' কবিতার মূলভাব লেখ:                                                                    ৫×১=৫ 

১০। ক্রিয়াপদের চলিত রূপ লেখ:                                                                          ১×৫=৫ 

ঘুরিতেছে, ভরিয়া, ঘুরিতেছে, দেখিয়া, আসিতেছে 

১১। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরী করো:                                                                                                    ১×৫=৫ 

বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আবার কাজ করে অফিস-আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে। গড়ে তোলে এই দেশ। 

১২। নিচের যুক্তবর্ণ ভেঙে লেখ এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরী করো:                             ১×৫=৫    

চ্ছ, ন্ধ, ম্প, ন্ত্র, ষ্ট 

১৩। নিচের ব্যাক্যকে এককথায় প্রকাশ কর:                                                                 ১×৫=৫    

বীরদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যা লোপ পেয়েছে, এক দেশ থেকে অন্য দেশ, শক্তি আছে যার, শুয়ে আছে এমন 

14। মনে কর, তোমার নাম নবীন/নাহিদা। তোমার পিতার নাম নাদের আলী, মাতার নাম নাদিরা জাহান। তুমি চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। শাপলা কাব এওয়ার্ড পাওয়ার আবেদন করার জন্য নিচের ফরমটি পূরণ কর:                                                                                                  ৫×১=৫ 

শাপলা কাব এওয়ার্ড আবেদন ফরম

(ক) প্রার্থীর নাম                      : ................................... 

(খ) পিতার নাম                      : ................................... 

() মাতার নাম                      : ................................... 

(ঘ) বিদ্যালয়ের নাম                 : ................................... 

(ঙ) যে শ্রেণিতে অধ্যয়নরত         : ................................... 

১৫. ‘কম্পিউটার’ বিষয়ে ১৫০ শব্দের মধ্যে রচনা লেখ:                                                   ১২×১=১২ 

সংকেত: ভূমিকা; কম্পিউটার আবিষ্কার; কম্পিউটারের বিভিন্ন অংশ; কম্পিউটারের ব্যবহার; কম্পিউটারের অবদান; অপকারিতা; উপসংহার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.