Header Ads

Header ADS

প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় নমুনা প্রশ্ন: সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫

 সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫

শ্রেণি: ৫ম

বিষয়: প্রাথমিক বিজ্ঞান এবং  বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পূর্ণমান: ৫০+৫০=১০০

সময়: ২ ঘন্টা ৩০ মিনিট

বিষয়: প্রাথমিক বিজ্ঞান

1। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ (বহুনির্বাচনী):            ১×৫=৫

১. কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? 

(ক) আলো                      (খ) পানি 

(গ) খাদ্য                         (ঘ) বাতাস 

২. তাপ কয়ভাবে সঞ্চালিত হতে পারে? 

(ক) ২                            (খ) ৩ 

(গ) ৪                             (ঘ) ৫ 

৩. ‘জাঙ্কফুড অপুষ্টিকর খাবার’ কারণ এতে উচ্চমাত্রায় থাকে 

(ক) শর্করা, ভিটামিন, আমিষ ও চিনি           

(খ) চর্বি, কার্বনেট, শর্করা ও চিনি 

(গ) চর্বি, লবণ, ভিটামিন ও চিনি     

(ঘ) চর্বি, লবণ, কার্বনেট ও চিনি 

৪. নিপার বয়স এখন ১২। সে তার শরীরে কিছু পরিবর্তন লক্ষ করল। এক্ষেত্রে তার করণীয় হবে 

(ক) একা একা কর্নীহ হবে 

(খ) উদ্বিগ্ন থাকবে 

(গ) বাড়াবাড়ি কাজকর্ম করবে না 

(ঘ) মা-বাবার সাথে আলোচনা করবে 

৫. বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর কী পরিবর্তন হতে যাচ্ছে? 

(ক) জলবায়ু                    (খ) পানি 

(গ) তেল                         (ঘ) গ্যাস 

২। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখ: ১×৫=৫

ক. পুষ্টির জন্য ____ প্রয়োজন। 

গ. বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে _____ অঞ্চলের বরফ গলছে। 

খ. খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, ____ ও বায়ু প্রয়োজন। 

ঘ. ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে _____ করতে পারি। 

ঙ. বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে _____ এবং কীটনাশক ব্যবহার করা হয়। 

৩। নিচের প্রশ্নের উত্তর সংক্ষপে উত্তরপত্রে লেখ:         ২×৮=১৬

ক. ডুবুরি হতে গেলে পানির নিচে সিলিন্ডারে করে তোমাকে কোন গ্যাস ব্যবহার করতে হবে? 

খ. পানি বিশুদ্ধকরণের দুটি প্রক্রিয়ার নাম লেখো। 

গ. এসিড বৃষ্টি কী? 

ঘ. পরিবেশ দূষণ বলতে কী বোঝায়? 

ঙ. উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য যে যে উপাদান প্রয়োজন, সেগুলোর দুইটির নাম লেখো। 

চ. খাদ্যের সাথে জনসংখ্যা বৃদ্ধির একটি সম্পর্ক লেখো। 

ছ. পরমাণু কী? 

জ. ডেঙ্গু প্রতিরোধের দুটি উপায় লেখো। 

৪। নিচের প্রশ্নের উত্তর উত্তরপত্রে লেখ:                       ৬×৪=২৪

ক. খাদ্য শৃঙ্খল কী? খাদ্য শৃঙ্খল কী থেকে শুরু হয়? কীভাবে ব্যাঙ খাদক এবং খাদ্য হিসেবে ব্যবহার হয় তা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে লেখো। 

খ. শক্তি কী? শক্তির তিনটি উৎসের নাম লেখ। তুমি কীভাবে শক্তির অপচয় রোধ করবে তার চারটি উপায় লেখ। 

গ. তাপ সঞ্চালন কাকে বলে? তরল পদার্থের তাপ কীভাবে সর্বত্র ছড়িয়ে পড়ে তা লেখ। 

ঘ. বিজ্ঞান কাকে বলে? দ্রুত যোগাযোগের জন্য ব্যবহৃত দুইটি প্রযুক্তির নাম লেখ। অতিরিক্ত টেলিভিশন দেখার চারটি ক্ষতিকর প্রভাব লেখ।

 


বিষয়: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

 

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ (বহুনির্বাচনী):                       ১×৫=৫

১. গণতান্ত্রিক পদ্ধতিতে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়? 

(ক) দলনেতার মতে                                  (খ) একজনের মতে 

(গ) অধিকাংশের মতে                               (ঘ) ছাত্রনেতার মতে 

২. আইন অমান্য করলে আমাদের কী ভোগ করতে হবে? 

(ক) শান্তি                                                (খ) শাস্তি 

(গ) পুরস্কার                                             (ঘ) সুফল 

৩. গত বর্ষায় রিমাদের গ্রাম নদীতে বিলীন হয়ে যায়। এ দুর্যোগের প্রধান কারণ ছিল 

(ক) টর্নেডো                                            (খ) গাছ কাটা 

(গ) সাইক্লোন                                           (ঘ) তীব্র বন্যা 

৪. কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন? 

(ক) ক্ষুদিরাম                                           (খ) চিত্তরঞ্জন দাশ 

(গ) তিতুমির                                            (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

৫. কখন পলাশির যুদ্ধ হয়েছিল? 

(ক) ১৭৫৫ সালের ১লা জানুয়ারি                  (খ) ১৭৫৬ সালের ২৩শে জুন 

(গ) ১৭৫৬ সালের ৩০শে অক্টোবর    (ঘ) ১৭৫৭ সালের ২৩শে জুন 

৬। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লেখ:                                   ১×৫=৫

বামপাশ

ডানপাশ

ক. সোনারগাঁও অবস্থিত  

আগুন থেকে।

খ. নদী থেকে বালি উত্তোলন

বন্যা।

গ. দীর্ঘ সময়ের অতিবৃষ্টি

বৃষ্টি আবহাওয়া। 

ঘ. স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও

নদীভাঙ্গন।

ঙ. আমরা সতর্ক থাকবো

নারায়ণগঞ্জ জেলায়।   

 

৭। নিচের প্রশ্নের উত্তর সংক্ষপে উত্তরপত্রে লেখ:           ২×৮=১৬

ক. দুটি প্রাচীন নিদর্শনের নাম লেখ। 

খ. মুক্তিযুদ্ধের সময় দেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? 

গ. অর্থকরী ফসল কাকে বলে? 

ঘ. বাংলাদেশের অর্থনীতিতে কোন শিল্পটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? 

ঙ. গৃহহীন মানুষ শহরে চলে আসে কেন? 

চ. নদীভাঙনের মানবসৃষ্ট দুটি কারণ লেখ। 

ছ. অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য লেখ। 

জ. আবহাওয়া কাকে বলে? 

৮। নিচের প্রশ্নের উত্তর উত্তরপত্রে লেখ:                     ৬×৪=২৪

ক. সোমপুর মহাবিহার কোথায় অবস্থিত? সোমপুর মহাবিহারের উল্লেখযোগ্য ছয়টি দিক লেখো। 

খ. কোন যুদ্ধের ফলে বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে চলে গিয়েছিল? উক্ত যুদ্ধে নবাব পরাজিত হয়েছিলেন কেন? উক্ত যুদ্ধের চারটি কারণ লেখ। 

গ. কখন জাতিসংঘ 'মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র' অনুমোদন করে? কয়েকটি মৌলিক মানবাধিকার উল্লেখ কর। 

ঘ. জাতিসংঘ কত সালে গঠিত হয়? জাতিসংঘের প্রধান লক্ষ্য কী? জাতিসংঘের প্রধান ছয়টি শাখার নাম লেখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.