Header Ads

Header ADS

সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার প্রস্তুতি: প্রাথমিক গণিত মডেল টেস্ট-১

 সরকারি প্রাথমিক বিদ্যালয় ‍বৃত্তি পরীক্ষা-২০২৫

মডেল টেস্ট

শ্রেণি: পঞ্চম
বিষয়: প্রাথমিক গণিত
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট  পূর্ণমান: ১০০
নির্দেশনা: প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না

০১।  সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ: (১০ × ১ = ১০)

() পাঁচ অঙ্কের কোন সংখ্যা ১০০ × ৯৯০ এর সমান হবে?
(
ক) ৯০০০০ (খ) ৯৯০০০ (গ) ৯৯৯০০ (ঘ) ৯৯৯৯০

(২) ভাজক শূন্য হলে ভাগফল কত হবে?
(
ক) ০ (খ) ১ (গ) ২ (ঘ) অনির্ণেয়

(৩) ৬ + ৩ + ১১ ৫ + ১৩ – ৬, খালি ঘরে কোন প্রতীকটি বসবে?
(
ক) = (খ)  (গ) > (ঘ) <

(৪) ১২ এবং ১৫ এর গসাগু কত?
(
ক) ৩ (খ) ৪ (গ) ৫ (ঘ) ১৫

(৫) নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
(
ক) ১/৩ (খ) ৪/৫ (গ) ২/৩ (ঘ) ৫/৩

(৬) রাহুলের পরিবারের দৈনিক ০.৩৫ লিটার তেল লাগে। তার পরিবারের মাসিক কত লিটার তেল প্রয়োজন হয়?
(
ক) ৭.৫ (খ) ১০.৫ (গ) ১২.৫ (ঘ) ১২.৭৫

(৭) একটি সংখ্যার ৫০% এর সমান ৬ হলে সংখ্যাটি কত?
(
ক) ১২ (খ) ২৪ (গ) ৪০ (ঘ) ৩০

(৮) ট্রাপিজিয়ামে কয় জোড়া সমান্তরাল বাহু থাকে?
(
ক) ১ জোড়া (খ) ২ জোড়া (গ) ৩ জোড়া (ঘ) ৪ জোড়া

(৯) অধিবর্ষে ফেব্রুয়ারি মাসে কয় দিন হয়?
(
ক) ২৮ দিন (খ) ২৯ দিন (গ) ৩০ দিন (ঘ) ৩১ দিন

(১০) আমাদের সময়ের একটি চমৎকার উদ্ভাবন নিচের কোনটি?
(
ক) কলম (খ) পেন্সিল (গ) স্কেল (ঘ) কম্পিউটার

০২। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর: (১০ × ১ = ১০)

(ক) কম্পিউটারের প্রধান অংশ ____
(
খ) কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যা ৭০০০০০ ও আয়তন ১৭৫ বর্গকিমি হলে জনসংখ্যার ঘনত্ব ____ জন/বর্গকিমি।
(
গ) বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ হলে ____
(
ঘ) ১৬টি প্যাকেটে প্রতিটিতে গড়ে ____টি কমলা আছে এবং মোট কমলার সংখ্যা ৪০০টি।
(
ঙ) ভাজকের যে স্থানে দশমিক বিন্দু আছে ভাগফলে সেই স্থানে ____ বিন্দু বসাই।
(
চ) সংখ্যাগুলোর কোনো মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু হবে ________
(
ছ) সংখ্যা প্রতীক ____টি।
(
জ) কোনো ভাগে ভাজক ৮৪, ভাগফল ৩৬ এবং ভাগশেষ ২১ হলে ভাজ্য ____
(
ঝ) নিঃশেষ বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য = ____ × ভাগফল।
(
ঞ) কোনো সংখ্যা কে ০ দিয়ে গুণ করলে গুণফল ____ হবে



০৩। সংক্ষেপে উত্তর দাও:  (১৬ × ১ = ১৬)

(ক) গ্রামে ৩২৪টি পরিবার আছে। প্রত্যেক পরিবার ২৫০ টাকা করে জমা দিলে মোট কত টাকা হবে?
(
খ) ভাজ্য ৪০৪ এবং ভাজক ৪ হলে ভাগফল কত হবে?
(
গ) মুনা অপেক্ষা রীনার ৫০ টাকা বেশি আছে। রীনা অপেক্ষা রানার ২০ টাকা কম আছে। কার কাছে সবচেয়ে বেশি টাকা আছে?
(
ঘ) ৫০ ÷ ২৫ × (২ + ৫) = কত?
(
ঙ) কোনো সংখ্যার সাথে ৬ যোগ করে যোগফল থেকে ৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৩ হয়। সমীকরণটি অজানা প্রতীকের সাহায্যে প্রকাশ কর।
(
চ) ২৪ ও ৩০ এর মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল কত?
(
ছ) ১/৩ ও ১/৪ এর মধ্যে কোন ভগ্নাংশটি বড়?
(
জ) কতটি ০.১ যোগ করে ২ ও ২০ গঠন করা যাবে?
(
ঝ) গড় নির্ণয়ের সূত্রটি লেখ।
(
ঞ) একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে ৪০% লাভে ৬,৩০০ টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয়মূল্য কত ছিল?
(
ট) কণা কাকে বলে?
(
ঠ) ১ ঘনমিটার = কত লিটার?
(
ড) রাত ৯:৩০ টা কে ২৪ ঘণ্টার সময়সূচিতে লেখ।
(
ঢ) জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লেখ।
(
ণ) কম্পিউটারের ব্যবহার লেখ।
(
ত) ৩ সেন্টিমিটার ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ব্যাস কত?

নিচের প্রশ্নের উত্তর দাও:  (৮ × ৮ = ৬৪)

() ২০টি শার্ট ও ১ ডজন প্যান্টের মোট মূল্য ১৮,০০০ টাকা। একটি শার্টের মূল্য ৪৫০ টাকা হলে, ,৭৫০ টাকায় কয়টি প্যান্ট কেনা যাবে?

() একটি বাস স্টেশন থেকে তিনটি কোম্পানির বাস যথাক্রমে ১২, ১৫ ও ১৮ মিনিট পর পর ছাড়ে। যদি তিনটি কোম্পানির বাস বিকাল ৩:০০ টায় একসাথে ছাড়ে, তবে পুনরায় একসাথে ছাড়বে কয়টায়?

() অঘোষ একটি বইয়ের প্রথম দিনে ১/৩ অংশ, দ্বিতীয় দিনে ১/৪ অংশ এবং তৃতীয় দিনে ১/১২ অংশ পড়ল। তিন দিনে বইয়ের মোট কত অংশ পড়ল এবং কত অংশ বাকি রইল?

() সাবিহা ও দিবার গড় বয়স ১০ বছর। দিবা ও সাহার গড় বয়স ১২ বছর। সাবিহার বয়স ৯ বছর হলে, দিবা ও সাহার বয়স নির্ণয় কর

() ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক ৮% মুনাফায় ৫ বছরের জন্য ১৫,০০০ টাকা ঋণ নেওয়া হলো। ৫ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে?

() আরিফের টেবিলের দৈর্ঘ্য ৬২.৫ সেমি এবং প্রস্থ ৪৫.৬ সেমি হলে টেবিলটির পরিসীমা কত তা সেমি ও মিটারে প্রকাশ কর

(১০) একটি বৃত্তের ব্যাসার্ধ ২.৭ সেন্টিমিটার।
ক. বৃত্তটি আঁক।
খ. ওই বৃত্তের ৩টি বৈশিষ্ট্য লেখ

(১১) খুলনা বিভাগের আয়তন ২২,২৭২ বর্গকিমি, ঘনত্ব ৬৯৯ জন/বর্গকিমি এবং রংপুর বিভাগের আয়তন ১৬,৩১৭ বর্গকিমি, ঘনত্ব ৯৬০ জন/বর্গকিমি। কোন বিভাগের লোকসংখ্যা বেশি?

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.