Header Ads

Header ADS

৫ম শ্রেণি।। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।। জলবায়ু ও দুর্যোগ।। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 জলবায়ু ও দুর্যোগ

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পঞ্চম শ্রেণি

প্রশ্ন: আবহাওয়া ও জলবায়ু কী?

উত্তর: কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত ৩০-৪০ বছরের বেশি 'সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়

প্রশ্ন: দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ কর

উত্তর: দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ-
১. প্রাকৃতিক বা ভৌগোলিক অবস্থান এবং
২. জলবায়ুগত অবস্থা

প্রশ্ন: দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ উল্লেখ কর

উত্তর: দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ-
১. অধিক হারে বৃক্ষ নিধন এবং
২. শিল্প কলকারখানা ও যানবাহনের ধোঁয়া

প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ কর

উত্তর: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ-
১. শিল্পকারখানা ও যানবাহনের ধোঁয়া,
২. গাছপালা কেটে ফেলা ও
৩. পাহাড় কাটা

প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে খরা বেশি হয়?

উত্তর: বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে খরা বেশি হয়। বাংলাদেশে খরাপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী, দিনাজপুর, রংপুর, পাবনা, নাটোর, বগুড়া, যশোর, কুষ্টিয়া প্রভৃতি

প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদীভাঙনের প্রবণতা রয়েছে? কেন?

উত্তর: বাংলাদেশের নদী-তীরবর্তী অঞ্চলসমূহে নদীভাঙনের প্রবণতা রয়েছে
সাধারণত প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণগুলো নদীভাঙনের জন্য দায়ী। প্রাকৃতিক কারণের মধ্যে অন্যতম হলো বন্যা। বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে, যা পরবর্তীতে মারাত্মক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। আর নদীভাঙনের জন্য দায়ী। মানবসৃষ্ট কারণগুলো হলো নদী থেকে বালু উত্তোলন ও নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা

প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কী? এ পরিবর্তনের ফলে কী হচ্ছে?

উত্তর: জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ মানবসৃষ্ট দূষণ, যেমন- শিল্প কারখানা এবং যানবাহনের ধোঁয়া। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে

প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব লেখ

উত্তর: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব -
১. গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে
২. ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে
৩. গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে

প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?

উত্তর: জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য ও কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে

প্রশ্ন: নদীভাঙনের মানবসৃষ্ট তিনটি কারণ লেখ

উত্তর: নদীভাঙনের মানবসৃষ্ট তিনটি কারণ হলো-
১. নদী থেকে বালি উত্তোলন
২. নদী-তীরবর্তী গাছপালা কেটে ফেলা
৩. অপরিকল্পিত নদী শাসন

প্রশ্ন: খরার ফলে কী হয়?

উত্তর: খরার ফলাফলগুলো হলো:

(ক) পুকুর, নদী, খাল ও বিল শুকিয়ে যায়

(খ) মাঠে ফসল ফলাতে কষ্ট হয়

(গ) গবাদি পশুর খাদ্যসংকট দেখা দেয়

(ঘ) খাবার পানির অভাব দেখা যায়

প্রশ্ন: বাংলাদেশে খরার তিনটি কারণ লেখ

উত্তর: বাংলাদেশে খরার তিনটি কারণ হলো-
১. অপর্যাপ্ত বৃষ্টিপাত
২. অল্পসংখ্যক নদী
৩. উজানে বাঁধ দেওয়া

প্রশ্ন: বাংলাদেশকে কয়টি ভূমিকম্পপ্রবণ এলাকায় ভাগ করা হয়েছে?

উত্তর: বাংলাদেশকে তিনটি ভূমিকম্পপ্রবণ এলাকায় ভাগ করা
হয়েছে। যথা-
১. ভূমিকম্পপ্রবণ এলাকা-১: এটি অধিক ভূমিকম্পপ্রবণ এলাকা
২. ভূমিকম্পপ্রবণ এলাকা-২: এটি মাঝারি ভূমিকম্পপ্রবণ এলাকা
৩. ভূমিকম্পপ্রবণ এলাকা-৩: এটি তুলনামূলক কম ভূমিকম্পপ্রবণ
এলাকা

প্রশ্ন: ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে তিনটি বাক্য লেখ

উত্তর: ভূমিকম্পের সময় করণীয় তিনটি বাক্য হলো-

(ক) পুরোপুরি শান্ত থাকতে হবে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা। যাবে না

(খ) বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে

(গ) কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে

প্রশ্ন: নদীর পাড় রক্ষায় কোন প্রতিষ্ঠান কাজ করে?

উত্তর: নদীর পাড় রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ করে

প্রশ্ন: আবহাওয়া কাকে বলে?

উত্তর: নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে।

প্রশ্ন: খরার ফলাফল কী হয়?

উত্তর: খরার ফলে পুকুর, নদী, খাল ও বিল শুকিয়ে যায়। ফলে খাবার পানির অভাব দেখা যায়। মাঠে ফসল ফলাতে কষ্ট হয়

প্রশ্ন: বায়ু দূষণের ফলে কী হয়?.

উত্তর: বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায়

প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি?

উত্তর: বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি

প্রশ্ন: কী কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়?

উত্তর: মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়

প্রশ্ন: বন্যার সময় নদীভাঙন শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে কেন?

উত্তর: বন্যার অতিরিক্ত পানির, স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে। ফলে বন্যার সময় নদীভাঙন শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে



প্রশ্ন: নদীভাঙনের ফলে আমাদের কী কী মূল্যবান জিনিস নদীতে বিলীন হয়ে যায়?

উত্তর: নদীভাঙনের ফলে আমাদের মূল্যবান কৃষিজমি, বাড়িঘর এমনকি পুরো গ্রাম, সড়ক, রেলপথ নদীতে বিলীন হয়ে যায়

প্রশ্ন: দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের কোন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে?

উত্তর: দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে

প্রশ্ন: মৃদু ভূমিকম্প মোকাবেলায় কীভাবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব?

উত্তর: ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।ধের জন্য একটি করণীয় হলো বেশি করে গাছ লাগানো

প্রশ্ন: খরা প্রতিরোধের জন্য একটি করণীয় লেখ

উত্তর: খরা প্রতিরোধের জন্য একটি করণীয় হলো বেশি করে গাছ লাগানো

প্রশ্ন: খরা বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খরার প্রবণতা বেশি কেন?

উত্তর: দীর্ঘকালের শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্পসংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি

প্রশ্ন: নদীভাঙন বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক দুর্যোগ। নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে কী ঘটে?

উত্তর: আমাদের মূল্যবান কৃষি জমি, বাড়ি-ঘর বিলীন হয়ে যায়

প্রশ্ন: বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। এর অন্যতম কারণ কী?

উত্তর: বিশ্বের জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ মানবসৃষ্ট দূষণ, যেমন- শিল্পকারখানা ও যানবাহনের ধোঁয়া

প্রশ্ন: বড় ধরনের ভূমিকম্পের দ্বিতীয় ঝুঁকি হিসেবে কী হওয়ার আশঙ্কা রয়েছে?

উত্তর: বড় ধরনের ভূমিকম্পের দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে

প্রশ্ন: প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে কেন?

উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে

প্রশ্ন: বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে কেন?

উত্তর: ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে

প্রশ্ন: ২০০৭ সালে কোন ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানে?

উত্তর: ২০০৭ সালে সিডর ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানে

প্রশ্ন: নদীভাঙনের একটি প্রাকৃতিক কারণ লেখ

উত্তর: নদীভাঙনের একটি প্রাকৃতিক কারণ হলো বন্যা

প্রশ্ন: জলবায়ু কাকে বলে?

উত্তর: সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়

প্রশ্ন: বাংলাদেশের কয়েকটি দুর্যোগের নাম লেখ

উত্তর: বাংলাদেশের কয়েকটি দুর্যোগ হলো- বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ইত্যাদি

প্রশ্ন: নদীভাঙনের মানবসৃষ্ট দুটি কারণ লেখ

উত্তর: নদীভাঙনের মানবসৃষ্ট দুটি কারণ- ১. নদী থেকে বালি উত্তোলন ২. নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা

প্রশ্ন: বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। এর কারণ কী?

উত্তর: বাংলাদেশের প্রাকৃতিক অবস্থান ও জলবায়ুগত কারণে নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে

প্রশ্ন: কোন কারণে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়?

উত্তর: জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়

প্রশ্ন: গাছ না লাগিয়ে শুধু গাছ কাটলে কী ঘটতে পারে?

উত্তর: গাছ না লাগিয়ে শুধু গাছ কাটলে পরিবেশ ভারসাম্য হারাতে পারে

প্রশ্ন: তুলনামূলক কম ভূমিকম্পপ্রবণ অঞ্চল কোনটি?

উত্তর: তুলনামূলক কম ভূমিকম্পপ্রবণ অঞ্চল দক্ষিণ-পশ্চিম

প্রশ্ন: কী কারণে গবাদি পশুর খাদ্যসংকট দেখা দেয়?

উত্তর: খরার কারণে গবাদি পশুর খাদ্যসংকট দেখা দেয়

প্রশ্ন: অধিকহারে ভবন নির্মাণের ফলে কী ঘটে?

উত্তর: অধিকহারে ভবন নির্মাণের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায় এবং এ কংক্রিট পানি ধরে রাখে না

প্রশ্ন: বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি হওয়ার কারণ কী?

উত্তর: বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্পসংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি

প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে?

উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। ফলে মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি হচ্ছে

প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিজমির কী ক্ষতি হচ্ছে?

উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি হচ্ছে

প্রশ্ন: কত বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়?

উত্তর: সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়

 

 

 

 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.