রচনা।। আমাদের দেশ ।। ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির জন্য
আমাদের দেশ
(সংকেত: ভূমিকা; অবস্থান ও আয়তন: স্বাধীনতা লাভঃ জনসংখ্যা; জাতি ও ভাষা; ভূ-প্রকৃতি; মানুষের পেশা; ধর্মীয় ও জাতীয় উৎসব; অর্থনৈতিক অবস্থা; প্রাকৃতিক
সম্পদ; উপসংহার।)
ভূমিকা: প্রকৃতির
আশীর্বাদপুষ্ট আমাদের এই বাংলাদেশ যেন শ্যামলিমা ছায়াছবি। শস্য শ্যামলে ভরা
মাঠে-ঘাটে সবুজের সমারোহ যেন দেশকে করে তুলেছে 'চিরসবুজ'।
অবস্থান ও আয়তন: বাংলাদেশ দক্ষিণ
এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিয়ানমার, উত্তরে পশ্চিমবঙ্গ ও মেঘালয়, পশ্চিমে ভারতের
পশ্চিমবঙ্গ, দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের আয়তন
৫৬,১৭৭বর্গমাইল বা ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।
স্বাধীনতা লাভ: ১৯৭১ সালে নয় মাসের
রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে এ দেশ
স্বাধীনতা লাভ করে।
জনসংখ্যা: বাংলাদেশ পৃথিবীর
একটি অন্যতম জনবহুল দেশ। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৬ কোটি ৫১ লাখ ৫৮
হাজার ৬১৬ জন। [জনশুমারি ও গৃহগণনা ২০২২]
জাতি ও ভাষা: বাংলাদেশে অনেক
জাতি বাস করে এবং এদের রয়েছে প্রত্যেকেরই নিজস্ব ভাষা। বাংলাদেশে বসবাসরত জাতিগুলো
হলো- মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, মগ, চাকমা, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, মুড়ং, মণিপুরি, রাখাইন ইত্যাদি।
রাষ্ট্রভাষা বাংলা ছাড়াও এখানে রয়েছে ইংরেজি, আরবি,
ফারসিসহ বিভিন্ন ভাষার। তবে এখানে মুসলমান সবচেয়ে বেশি এবং
বাংলা ভাষা অধিক মানুষের মুখের ভাষা।
ভূপ্রকৃতি: বাংলাদেশের অধিকাংশ
এলাকাই পলিবাহিত সমভূমি। মধুপুর ও ভাওয়াল গড়, সিলেটের কিছু অংশ, পার্বত্য চট্টগ্রাম
ও কুমিল্লার কিছু অংশে পাহাড় রয়েছে। দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন রয়েছে। এছাড়া রয়েছে
অসংখ্য নদ-নদী।
মানুষের পেশা: বাংলাদেশের মানুষের
প্রধান পেশা কৃষি। বাংলাদেশের শতকরা ৮৫ ভাগ লোক কৃষক। এছাড়া রয়েছে জেলে, মাঝি, তাঁতি, কামার, কুমোর, ছুতার ও অন্যান্য শ্রমজীবী মানুষ।
ধর্মীয় ও জাতীয় উৎসব: মুসলমানদের দুটো ঈদ
রয়েছে ঈদুল ফিতর ও ঈদ-উল আজহা। হিন্দুদের 'বারো মাসে
তেরো পার্বণ' চলতেই থাকে। বৌদ্ধদের আছে সারা বছরে
কয়েকটি বুদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা। খ্রিষ্টানদের আছে 'ইস্টার সানডে', 'বড় দিন' ইত্যাদি উৎসব। জাতীয় অনুষ্ঠানগুলোতে পুরো জাতিই অংশ
নেয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সেগুলো পালিত হয়। এসব দিনে
সরকারি ছুটি থাকে। দিনগুলো হলো: 'একুশে ফেব্রুয়ারি
বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস', 'স্বাধীনতা দিবস', 'পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ' ও 'বিজয় দিবস'। বাংলাদেশের মানুষ ও প্রবাসী বাংলাদেশিরা এসব জাতীয় দিবস
যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপন করে।
অর্থনৈতিক অবস্থা: বাংলাদেশের
অর্থনীতি প্রধানত কৃষির ওপর নির্ভরশীল।
কৃষকেরা আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও বৈজ্ঞানিক পদ্ধতি শুরু করায় কৃষির উৎপাদন
অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। পাট, তৈরি পোশাক ও চায়ের
ওপরও কিছু পরিমাণে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে
প্রাকৃতিক সম্পদ: বাংলাদেশের অন্যতম
প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এছাড়াও কয়লা, চুনাপাথরসহ অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে।
উপসংহার: মা ও মাতৃভূমি
আমাদের সবার প্রিয়। আমরা আমাদের দেশকে ভালোবাসি। যেকোনো অবস্থায় এ দেশের মান রক্ষা
করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
কোন মন্তব্য নেই